Bottom Article Ad

জাতীয় দলে দেশীয় কোচ রাখতে হবে: সারোয়ার ইমরান

 জাতীয় দলে দেশীয় কোচ রাখতে হবে: সারোয়ার ইমরান

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিজিও, ফিটনেস ট্রেইনার, হেড কোচ কিংবা সহকারী। জাতীয় দলের ক্ষেত্রে সবখানেই উপেক্ষিত দেশি কোচেরা। সঙ্গে আছে বিসিবির বিদেশি কোচ প্রীতি। ফলে একের পর এক ব্যর্থতার পরেও ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার কেউ থাকে না। টাইগারদের সাবেক কোচ সারোয়ার ইমরান বলছেন, এই সমস্যা উত্তরণে দেশি কোচদেরও রাখা উচিত জাতীয় দলের সঙ্গে।

জাতীয় দলে দেশীয় কোচ রাখতে হবে: সারোয়ার ইমরান


উপমহাদেশের বাইরের দলগুলোর কথা না হয় বাদই থাকলো। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা কিংবা হালের আফগানিস্তান। সবার কোচিং প্যানেলের দিকে নজর দেয়া যাক। ভিনদেশি থাকলেও আধিক্য স্ব-দেশির। কিন্তু বাংলাদেশের বেলায় বরাবরই উপেক্ষিত দেশি কোচরা।

ক্যারিবিয়ান ব্যর্থতার পর তাসমান সাগর পাড়েও নড়বড়ে টিম টাইগার্স। কিন্তু কেন! অনেক কারণের মধ্যে বড় একটা কারণ সামনে আনলেন বাংলাদেশের প্রথম টেস্ট কোচ সারোয়ার ইমরান। বললেন, ব্যর্থতার পরে এই দলটাকে মানসিকভাবে চাঙ্গা করার কেউ নেই।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ সারোয়ার ইমরান বলেন, দলের সঙ্গে দেশীয় কোন কোচ নেই। আগে হয়তো খালেদ মাহমুদ সুজন থাকতো। এখন সেও নেই। তাদের মানসিকভাবে চাঙ্গা করার কেউ নেই।
 
আক্ষেপের এখানেই শেষ নয়। কোটি টাকার বিনিময়ে ১০০ দিনের চুক্তিতে যেখানে ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে পারেননি ড্যানিয়েল ভেট্টোরি, সেখানে উপেক্ষিত টাইগার লিজেন্ড মোহাম্মদ রফিক। আবার একসময় এইচপি ইউনিটের হেড কোচ হতে চাওয়া রাসেল ডোমিঙ্গোর জাতীয় দলের অধ্যায় পার হয়ে যাচ্ছে।

সাবেক কোচ সারোয়ার ইমরান বলেন, ডমিঙ্গোকে নিয়ে এখনও কিছু বলা সময় আসেনি। তবে দলের সঙ্গে ফিজিও, ফিটনেস ট্রেইনার দেশীয় হওয়া উচিত। কেননা অনেক প্লেয়ার আছে যারা বিদেশি কোচদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
 
লঙ্কা সফরের পরেই জাতীয় দলের স্পিনিং বোলিং কোচ হিসেবে স্থায়ী কাউকে নিয়োগ দেবে বিসিবি। সেখানে দেশিদের অগ্রাধিকার দিলে আদোতে তাতে লাভটা হবে টাইগার ক্রিকেটেরই।

Post a Comment

0 Comments