Bottom Article Ad

পানির কারণে শান্তিনগরে অশান্তি

 পানির কারণে শান্তিনগরে অশান্তি

শান্তি নেই শান্তিনগরে। কারণ পানির সংকট। এলাকাবাসীর দাবি অন্তত ৩ মাস ধরে তারা ভুগছেন এই সমস্যায়। কিন্তু নির্বিকার কর্তৃপক্ষ। ওয়াসা বলছে, দ্রুতই তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। 
পানির কারণে শান্তিনগরে অশান্তি


এ কারণে তার বাসার চারজন ভাড়াটিয়া এলাকাই ছেড়েছেন। প্রতিদিন পানি কিনতে হচ্ছে দুই থেকে তিন হাজার টাকার। শুধু সুরাইয়া নন, একই সংকটে আছেন শান্তিনগরের কয়েক লাখ বাসিন্দা। তারা বলেন, একদিন পানি না থাকলে সব উল্টা পাল্টা হয়ে যায়। আর দিনের পর দিন পানি থাকে না। বিদ্যুত না থাকলে তাও মেনে নেয়া যায়। কিন্তু টয়লেট করতেও তো পানি লাগে। পানি ছাড়া বাঁচে কিভাবে মানুষ। 

ওয়াসার প্রতি গাড়ি পানির মূল্য ৪শ’ টাকা। বকশিস একশ টাকা দিলে খুশি থাকেন কর্মচারীরা। এ রকম অন্তত ৪ গাড়ি পানি হলে একদিনের কাজ চলে। বহুবার অভিযোগ দিয়েও সমাধান মেলেনি বলছেন এলাকাবাসী। তারা বলেন, যাও পানি দেয়, তাও ময়লা। এরমধ্যে খাবার পানি বাইরে থেকে নিতে হয়। অফিসে যেয়ে সমাধান চাইলে বলে দেব ঠিক করে। কিন্তু কবে নাগাদ ঠিক হবে তা বলে না। 

পানির সংকটে জীবনযাত্রা এবং শান্তি দুই-ই এলোমেলো হয়ে গেছে শান্তিনগরে। ওয়াসার দাবি, কাজ চলছে-অবিলম্বে সমস্যার সমাধান হবে। তবে এমন আশ্বাস এর আগেও বহুবার শুনেছে এই এলাকার বাসিন্দারা।

Post a Comment

0 Comments