হিলিতে দুই দেশের বাণিজ্য বন্ধ
পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

হিলি স্থানীয় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীনর রেজা শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত পালিত হচ্ছে। এ কারণে এদিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি হবে না। দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
দুই দিন বন্ধের পর আগামীকাল বুধবার (৩১ মার্চ) সকাল থেকে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
0 Comments